ভ্যাট আইন সহজীকরণের ওপর গুরুত্বারোপ


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১০ মে ২০১৫

ভ্যাট প্রদান পদ্ধতি সহজীকরণ বিষয়ক এক কর্মশালায় বক্তারা ভ্যাট আইনকে সকলের বোধগম্য করে তা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ব্যবসায়িদের যাতে ভ্যাট বা ট্যাক্স প্রদানে হয়রানির শিকার হতে না হয় সে জন্য একটি সহজ ভ্যাট প্রদান পদ্ধতি প্রবর্তন করতে হবে।

ঢাকা শিল্প মালিক সমিতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এর যৌথ উদ্যোগে কেরানীগঞ্জের রোহিতপুরে বিসিক শিল্প নগরীতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এনবিআর’র সাবেক চেয়ারম্যান ড. মো. আব্দুল মজিদ বলেন, বাংলাদেশে ট্যাক্স-জিডিপি অনুপাত অনেক কম। যার কারণে সরকারের রাজস্ব আদায় কম হচ্ছে। সরকারের রাজস্ব আদায় কম হলে সরকারকে দাতা সংস্থা বা স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিতে হয় যার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যায়। সরকার ব্যাংক ঋণ যত কম গ্রহণ করবে বেসরকারি খাতে তত বেশি ঋণ প্রবাহ বাড়বে।

তিনি বলেন, ভ্যাট আইনকে সকলের বোধগম্য করে সহজীকরণ করা প্রয়োজন। এছাড়াও নতুন ভ্যাট আইন ২০১২ যা কি না ২০১৬ এর জুলাই থেকে কার্যকর হবে তাতে ৮০ লাখ টাকার অধিক টার্নওভারের ক্ষেত্রে ও এসএমই খাতের জন্য ফ্ল্যাট ভ্যাট ১৫ শতাংশ রাখা যৌক্তিক হবে না।

ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি হুমায়ুন রশিদ এনবিআর-কে আরো বেশি করে ভ্যাট প্রদানে উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করার জন্য অনুরোধ জানান।

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মো. আব্দুল মজিদ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি হুমায়ুন রশিদ ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামিম আহমেদ।

কর্মশালায় স্বাগত বক্তৃতা রাখেন ঢাকা শিল্প মালিক সমিতি’র সভাপতি হোসেন এ সিকদার এবং এনবিআরের প্রথম সচিব (ভ্যাট) ড. মো. আব্দুর রউফ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।