তেলে ভিটামিন-এ : মতামত পেশে এক সপ্তাহ পাচ্ছেন রিফাইনারি মালিকরা


প্রকাশিত: ০৮:১৬ এএম, ১৭ জুন ২০১৫

ভোজ্য তেল রিফাইনারি মালিকরা আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ এর আলোকে প্রণীত খসড়া বিধিমালার ওপর লিখিতভাবে মতামত পেশ করবেন। এর ভিত্তিতে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে শিল্প মন্ত্রণালয় এ বিধিমালা চূড়ান্ত করবে।
বুধবার মতিঝিলে শিল্পমন্ত্রনালয়ে ভোজ্য তেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ এর আলোকে প্রণিত খসড়া বিধিমালার ওপর আয়োজিত কর্মশালায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসিতে প্রধান অতিথি ছিলেন।
 
কর্মশালায় বক্তারা বলেন, শিশু ও গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় “ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন-২০১৩” প্রণয়ন করা হয়েছে। এ আইন প্রয়োগের মাধ্যমে দেশে ভিটামিন ‘এ’ ঘাটতিজনিত রোগবালাই প্রতিরোধ সম্ভব। তারা দ্রুত এ আইনের বাস্তবায়নে বিধিমালা চূড়ান্ত করার তাগিদ দেন। এক্ষেত্রে তারা জনস্বার্থে সরকারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আশ্বাসও দেন।
 
শিল্পসচিব বলেন, ভিটামিন ‘এ’ ঘাটতিজনিত রোগ-বালাই প্রতিরোধে সরকার ভোজ্য তেলের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য খাদ্যপণ্যেও ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। প্রাথমিকভাবে ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভোজ্য তেল রিফাইনারি মালিকদের ওপর অতিরিক্ত বোঝা চাপানো এ কর্মসূচির উদ্দেশ্য নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আইন অনুযায়ী ভোজ্য তেলের জন্য বিএসটিআই নির্ধারিত মানের সাথে অতিরিক্ত শুধু ভিটামিন ‘এ’ সমৃদ্ধ করতে রিফাইনারি মালিকদের প্রতি আহ্বান জানান।
 
সার্টিফিকেশন অব এডিবল অয়েল ইন বাংলাদেশ প্রকল্পের পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্মপ্রধাণ মো. লুৎফর রহমান তরফদারের সভাপতিত্বে কর্মশালায় খসড়া বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্পের পরামর্শক মো. ফিরোজ মিয়া। এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন, বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড্ নিউট্রেশন (গেইন) এর প্রতিনিধি টিম জাহিদ হোসেন ও ড. দেবাশীষ চন্দ্রসহ  শিল্প, খাদ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, বিএসটিআই, ভোজ্য তেল রিফাইনারিসহ সংশি¬ষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

এসআই/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।