বাফেডার চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেডা) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোনালী ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার সোনালী ব্যাংকের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, সম্প্রতি বাফেডার ১১তম নির্বাহী কমিটির সভায় তাকে নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুছ ছালাম আজাদ।

উল্লেখ, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ নুরুল আমিন চাকুরি থেকে পদত্যাগ করায় বাফেডার নির্বাহী কমিটির চেয়ারম্যান পদটি খালি হয়। ফলে মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মেয়াদে চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

এসআই/এমআরএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।