প্রাইম ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
প্রাইম ব্যাংকের জুনিয়র অফিসার থেকে অফিসার পদে উত্তীর্নদের জন্য আয়োজিত ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের এইচ আর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, মানব সম্পদ বিভাগের ইভিপি জে এইচ শাহেদী, এইচআর-টিডিসি এর প্রধান এসভিপি কামরুজ্জামান খায়রুল কবির সহ সংশ্লিষ্ট কোর্সে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
এসআই/এসআইএস/আরআইপি