বগুড়ার নিমগাছীতে চালু হলো মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং
গ্রামীণ জনপদে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বগুড়ার নিমগাছী ইউনিয়নে এজেন্ট ব্যাংকিং সেন্টার চালু করেছে মিডল্যান্ড ব্যাংক।
শনিবার (১৭ নভেম্বর) বগুড়ার ধুনট উপজেলার ১ নম্বর নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজারে এজেন্ট ব্যাংকিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান।
এ সময় ১ নম্বর নিমগাছী ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাহার আলী পাইকার এবং ব্যাংকের এজেন্ট মেসার্স ফরিদ ট্রেডার্সের সত্বাধিকারী মো. ফরিদ ইসলাম, ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশনস এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. রিদওয়ানুল হক, বগুড়া ও মোকামতলা শাখার ম্যানেজারসহ ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসআই/এসআর/এমএস