গাজীপুর জেলা পুলিশের কাছে প্রাণ-আরএফএলের খাদ্যসামগ্রী হস্তান্তর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৩ মে ২০২০

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য গাজীপুর জেলা পুলিশের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তর করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল গ্রুপ।

দেশজুড়ে সাধারণ ছুটি শুরু হলে কয়েক ধাপে খাদ্যসামগ্রী বিতরণ করে এই বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে মঙ্গলবার (১২ মে) গাজীপুর জেলা পুলিশকে এক হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।

এসব ভোগ্যপণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, তেল ও সাবান। এর আগে দুই দফায় প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এবং চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, রংপুর, নাটোর, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, রাজশাহী, বগুড়া, বরিশালসহ আরও কয়েকটি জেলার প্রায় ৫০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।