প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউসিবি’র দেড় লাখ কম্বল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৯ অক্টোবর ২০২০

দেশের দুস্থ ও শীতার্ত জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১,৫০,০০০ কম্বল প্রদান করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

গত ২৮ অক্টোবর (বুধবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল প্রদান করেন ব্যাংকটির কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের হাতে সেগুলো তুলে দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি।

এছাড়া, মুজিব শতবর্ষ ২০২০ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের গৃহীত কার্যক্রমের সচিত্র অ্যালবামও প্রদান করা হয়।

এসএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।