অপরিশোধিত ৮ কোটি টাকা ভ্যাট জমা দিল ওয়ান ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৪ জানুয়ারি ২০২১

ভ্যাট গোয়েন্দা নিরীক্ষায় বেরিয়ে আসা আট কোটি ২৯ লাখ টাকার অপরিশোধিত ভ্যাট জমা দিয়েছে ওয়ান ব্যাংক।

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান সোমবার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভ্যাট গোয়েন্দার নিরীক্ষায় দেখা যায়- বাণিজ্যিক ব্যাংকটি ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ তিন অর্থবছরে নিয়ম বহির্ভূতভাবে রেয়াত গ্রহণ করেছে। এর ফলে ভ্যাট পরিশোধের দায় উদ্ভুত হয়।

ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দল শুনানিতে বক্তব্য গ্রহণের পর্যায়ে উত্থাপিত অডিট আপত্তিটি ব্যাংক কর্তৃপক্ষ মেনে নেন।

ওয়ান ব্যাংক আজ অডিট আপত্তি অনুযায়ী স্বেচ্ছায় আট কোটি ২৯ লাখ টাকা ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়।

এই টাকা এনবিআরের ভ্যাট রাজস্ব হিসেবে যোগ হবে। সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন নিরীক্ষা দলের নেতৃত্বে ছিলেন।

এমএএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।