শীতার্ত ও অসহায় মানুষের পাশে আব্রুয়ান ফাউন্ডেশন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২০ জানুয়ারি ২০২১

প্রতিবারের ন্যায় এবারো হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান আব্রুয়ান ফাউন্ডেশন।

সম্প্রতি ঢাকাসহ ময়মনসিংহ, ঠাকুরগাঁও, পাবনা, পঞ্চগড়, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নেত্রকোনা, বরিশাল, সাতক্ষীরাসহ মোট ১২টি জেলায় এক হাজারেরও বেশি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রতিষ্ঠানটি।

jagonews24

অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আব্রুয়ান ফাউন্ডেশন ভিন্ন আঙ্গিকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে থাকা অসহায়, দুস্থ, সহায়-সম্বলহীন এবং শীতার্ত মানুষের জন্য ২০০টি তাবু বিতরণ করেন। ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকা, গুলিস্তান, কাকরাইল, মালিবাগ, হাতিরঝিল, গুলশান, বাড্ডা, মিরপুর এলাকায় এগুলো বিতরণ করা হয়।

jagonews24

এছাড়া আব্রুয়ান ফাউন্ডেশন দেশের বিভিন্ন জেলায় রমাদান সাদাকা ও বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে থাকে।

এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।