তেল কম দিয়ে জরিমানা গুনলো পেট্রল পাম্প
ওজনে কারচুপি করায় একটি পেট্রল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর এলিফ্যান্ট রোডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রহমান অ্যান্ড কোং নামক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি প্রতারণার আশ্রয় নিয়ে ভোক্তাকে জ্বালানি তেল মাপে কম দিচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান। এসময় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন পরীক্ষক মো. বিল্লাল হোসেন এবং পরিদর্শক মো. ইনজামামুল হক।
এনএইচ/জেডএইচ/জিকেএস