তেল কম দিয়ে জরিমানা গুনলো পেট্রল পাম্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৭ নভেম্বর ২০২১

ওজনে কারচুপি করায় একটি পেট্রল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (৭ নভেম্বর) রাজধানীর এলিফ্যান্ট রোডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রহমান অ্যান্ড কোং নামক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি প্রতারণার আশ্রয় নিয়ে ভোক্তাকে জ্বালানি তেল মাপে কম দিচ্ছিল।

jagonews24

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান। এসময় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন পরীক্ষক মো. বিল্লাল হোসেন এবং পরিদর্শক মো. ইনজামামুল হক।

এনএইচ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।