এশিয়ার স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক হলো ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২২ জানুয়ারি ২০২২

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যুক্তরাজ্যভিত্তিক ক্যামব্রিজ আইএফএ এবং ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস প্রদত্ত ৭ম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০২১-এ ‘স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন এশিয়া’ হিসেবে পুরস্কৃত হয়েছে।

ক্যামব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স কর্তৃক যুক্তরাষ্ট্র, এশিয়া ও আফ্রিকার ইসলামী ব্যাংক ও রিটেইল আর্থিক প্রতিষ্ঠানসমূহের র্যাংকিংয়ের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়। সম্প্রতি প্রাপ্ত এ পুরস্কার ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসাএনর কাছে হস্তান্তর করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

(বিজ্ঞপ্তি)

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।