অনলাইন কেনাকাটায় বিকাশ পেমেন্টে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১১ আগস্ট ২০২২

সারাদেশের সব গ্রাহকের মাঝে বিকাশ পেমেন্ট আরও জনপ্রিয় করতে অনলাইন ও ফেসবুকভিত্তিক শপ থেকে কেনাকাটায় ইনস্ট্যান্ট ২০% হারে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত গ্রাহকেরা এ সুবিধা উপভোগ করতে পারবেন।

সাদমার্ট, প্রিয়শপ, এয়ারব্রিঙ্গার, দ্য মল, জাদরু ডট কম, গিয়ারডিওসহ ২০টিরও বেশি জনপ্রিয় অনলাইন সাইট থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পোশাক, জুতা, লাইফস্টাইল, ইলেকট্রনিক্সসহ নানান পণ্য কেনাকাটা করে বিকাশ পেমেন্ট করলেই এ ক্যাশব্যাক পাওয়া যাবে।

একজন গ্রাহক প্রতিটি লেনদেনে সর্বোচ্চ ১৫০ টাকা ও অফার চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারটি পাওয়া যাবে।

অফারের আওতাভুক্ত সব মার্চেন্টের তালিকা ও বিস্তারিত তথ্য www.bkash.com/online-shops লিংকে পাওয়া যাবে। এছাড়া, গ্রাহকরা বিকাশের ভেরিফায়েড ফেসবুক পেজেও অফারগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।