ডরিনের আইপিও ৬ মাসের জন্য স্থগিত


প্রকাশিত: ১০:০০ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন আগামী ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত। মঙ্গলবার উচ্চ আদালতের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি খসরুজ্জামানের যৌথ বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজন বিনিয়োগকারীর রিট আবেদনের প্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেন আদালত।

এর আগে ৮ ফেব্রুয়ারি রোববার থেকে ডরিনের আইপিও আবেদন শুরু হয়। এদিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলেনের অনুমোদন পাওয়া বিদ্যুৎ খাতের কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্য সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নিবে ২৯ টাকা। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ২০০টি শেয়ারে। অর্থাৎ প্রতিটি আইপিও অবেদনের জন্য শেয়ার হোল্ডারদের ৫ হাজার ৮০০ টাকা বিনিয়োগ করতে হবে।

কোম্পানিটি দুই কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট ৫৮ কোটি টাকা সংগ্রহ করবে। সংগ্রহকৃত টাকা দিয়ে দুই সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের পাওয়ার প্লান্ট স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহ করবে ডরিন পাওয়ার।

২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুসারে, ডরিন পাওয়ারের শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ৩৪ টাকা ৮৭ পয়সা। আর কোম্পানিটির গত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৯ পয়সা।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর বিএসইসির ৫৬০তম সভায় ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) দেয়া হয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এসআই/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।