এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের নির্মাণ ব্যয় বাড়লো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২

এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চারলেনে নির্মাণকাজের ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এ প্রকল্পের তিন প্যাকেজে ব্যয় বাড়ানো হয়েছে ৫০১ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৮৫১ টাকা।

পাশাপাশি সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের ডব্লিউপি-৩ প্যাকেজের ডিএস-৬ লটের নির্মাণকাজ বাংলাদেশ ও চীনের তিন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এতে সরকারের মোট খরচ ধরা হয়েছে এক হাজার ৮৫ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৮৩০ টাকা।

বুধবার (১৪ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, আজ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ৩৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-১০ প্যাকেজের নির্মাণকাজের ব্যয় ২১১ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৮৫৩ টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এশীয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তা বাস্তবায়িত এ প্রকল্পের ডব্লিউপি-১০ প্যাকেজের মূল ব্যয় ধরা হয় ৭৫৯ কোটি ৪২ লাখ টাকা।

এছাড়া প্রকল্পের ডব্লিউপি-১১ প্যাকেজের নির্মাণকাজের ব্যয় ১৪৭ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৭৭৮ টাকা বাড়িয়ে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ নির্মাণকাজের ব্যয়ের মোট চুক্তি মূল্য ছিল ৫২৫ কোটি ২০ লাখ ১৪ হাজার ১৫৯ টাকা।

একইভাবে প্রকল্পটির ডব্লিউপি-১২ প্যাকেজের নির্মাণকাজের ব্যয় ১৪২ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ২২০ টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ নির্মাণকাজের ব্যয়ের মোট চুক্তি মূল্য ছিল ৪৮৪ কোটি ২০ লাখ ১৭ হাজার ২০৮ টাকা।

অপরদিকে, সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের ডব্লিউপি-০৩ প্যাকেজের লট ডিএস-০৬ এর নির্মাণকাজ যৌথভাবে চীনের সিএইচএসআইইটিসি, এসএলজিসি এবং বাংলাদেশের পিডিএলকে দেওয়ার অনুমোদন হয়েছে। এতে মোট খরচ হবে এক হাজার ৮৫ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৮৩০ টাকা।

এমএএস/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।