বাণিজ্যমেলায় ১০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে আরএফএলের দরজা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার শুরুর দিকে ক্রেতাদের তেমন চাপ না থাকলেও গত কয়েকদিন ধরে চাপ লক্ষ্য করা গেছে। মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যে চলছে নানা আকর্ষণীয় অফার। এদিকে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের আরএফএল দরজায় চলছে বাহারি নানা অফার। ফলে মেলায় আগত ক্রেতারা নানা ডিজাইনের দরজা কিনতে আরএফএলের প্যাভিলিয়নে ভিড় করছেন।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আরএফএল প্যাভিলিয়নের দরজার স্টলে সরেজমিনে গিয়ে এমনই চিত্র চোখে পড়ে।

আরও পড়ুন>>> বিশাল আয়োজনে বাণিজ্যমেলায় প্রাণ

জানা গেছে, এবারের বাণিজ্যমেলায় নানা ডিজাইনের দরজা নিয়ে হাজির হয়েছে আরএফএল গ্রুপ। ১০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে এসব দরজা। এগুলোর মধ্যে ছাড় দিয়ে কসমিক দরজা ১০ হাজার ৬৮৪ টাকা, উডি দরজা ১৭ হাজার ১৯০ টাকা, শাল্টার দরজা ১৪ হাজার ৬২৫ টাকা, ফায়ার দরজা ৬২ হাজার ৯০১ টাকা, মেটাল দরজা ২৪ হাজার ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আহসানুল হাবিব সোহাগ নামের এক ক্রেতা জানান, ব্যস্ততার কারণে এতদিন মেলায় আসা হয়নি। আজ পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসেছি। মেলায় এসে চোখ পড়লো আরএফএল প্যাভিলিয়নের দিকে। এখানে এসে আরএফএলের নানা ডিজাইনের দরজা দেখে মুগ্ধ হলাম। কয়েকটি দরজা এখান থেকে কিনে নিয়ে যাবো ভাবছি।

আরও পড়ুন>>> বাণিজ্যমেলায় ভিশনের পণ্যে ১০ শতাংশ ছাড়, ক্রেতাদের ভিড়

প্যাভিলিয়ন ইনচার্জ আজিজুল ইসলাম আজিজ জানান, মেলার শুরু থেকেই আমরা ক্রেতার ভালো সাড়া পাচ্ছি। ছুটির দিনে আমাদের প্যাভিলিয়নে ক্রেতার প্রচুর ভিড় থাকে। গতবারের তুলনায় ক্রেতার চাপ বেশি রয়েছে। আশা করছি বাণিজ্যমেলায় এবার বেচা-কেনা ভালো হবে।

এবারের মেলায় পণ্যের পসরা সাজিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। দুটি প্যাভিলিয়নে ১২০টির মতো নতুন পণ্যসহ প্রায় ৬ হাজার ৪০০ পণ্য প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এছাড়া মেলা উপলক্ষে রয়েছে ১০-৩৫ শতাংশ পর্যন্ত ছাড়।

আরও পড়ুন>>> বাণিজ্যমেলায় দুরন্ত বাইসাইকেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে। এবার মেলার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মেলার টিকিট কেনা যাবে।

রাশেদুল ইসলাম রাজু/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।