এসএস স্টিলের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

১০ শতাংশ লভ্যাংশের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের পরিচালনা পর্ষদ। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেবে কোম্পানিটি।

নগদ লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন। কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা এই নগদ লভ্যাংশ পাবেন না। তবে বোনাস শেয়ার সব ধরনের শেয়ারহোল্ডাররা পাবেন।

আরও পড়ুন: যেখানে মালিক-শ্রমিক সবাই সমান, কর্মপরিবেশও নিরাপদ

কোম্পানিটির দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই তথ্য প্রকাশ করে।

অবশ্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন ছাড়া ঘোষিত বোনাস শেয়ার লভ্যাংশ বিতরণ করা যাবে না।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ৩০ মার্চ। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: রিজার্ভ ব্যবস্থাপনা তদারকিতে রদবদল কেন্দ্রীয় ব্যাংকের

ডিএসই জানিয়েছে, কোম্পানিটির ৩২ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২০০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ১০ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ৭৭৫টি।

আর সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে আছে ২২ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ৪২৫টি শেয়ার। ফলে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিতে কোম্পানিটির লাগবে ৪ কোটি ৪৮ লাখ ৩১ হাজার ৮৮৫ টাকা।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১ টাকা ৮৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৫ পয়সা।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবেন আর্জেন্টিনার ব্যবসায়ীরা

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ারের দাম যতখুশি বাড়তে বা কমতে পারবে।

এমএএস/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।