জীবন বীমা করপোরেশনে নতুন এমডি মিজানুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

জীবন বীমা করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তিনি জীবন বীমা করপোরেশনে এমডি হিসেবে যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: ৯০ দিনে মরণোত্তর দাবি পরিশোধে ব্যর্থ জীবন বীমা কর্পোরেশন

এর আগে ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মো. মিজানুর রহমানকে জীবন বীমা করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে দেওয়া ওই নিয়োগের পরিপ্রেক্ষিতেই মিজানুর রহমান এমডির দায়িত্ব নিলেন।

আরও পড়ুন: অবৈধ ব্যয়ে জীবন বীমা কর্পোরেশন

এ বিষয়ে মিজানুর রহমান আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আমাকে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে পদায়ন করা হয়েছে, এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১৩ ফেব্রুয়ারি অফিস আদেশে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত করা হয়েছে।

এমএএস/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।