‘ফ্রাই বাকেট’ এখন বসুন্ধরায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৬ মার্চ ২০২৩

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন শোরুম চালু করেছে ফাস্ট ফুডের চেইনশপ ‘ফ্রাই বাকেট’। বুধবার বিকেলে শোরুমের উদ্বোধন করেন ফ্রাই বাকেটের হেড অব বিজনেস ইব্রাহীম খলিল।

ফাস্ট ফুড প্রেমীদের জন্য ফ্রাইড চিকেনসহ বিভিন্ন মজাদার খাবার পরিবেশন করতে এ ব্র্যান্ডটি চালু করে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।

এ বিষয়ে ইব্রাহীম খলিল বলেন, দেশে ফাস্ট ফুড প্রেমীর সংখ্যা দিন দিন বাড়ছে। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ফাস্ট ফুডের শোরুমগুলো বেছে নিচ্ছেন। আমাদের লক্ষ্য বিশ্বের নামিদামি ফাস্ট ফুড ব্র্যান্ডের মতো ফ্রাই বাকেটকে প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যে রাজধানীজুড়ে ফ্রাই বাকেটের শোরুম চালু করতে কাজ চলছে।

আরও পড়ুন: ‘টেস্টি ট্রিট’ ও ‘ফ্রাই বাকেট’র পণ্য পৌঁছে দেবে পাঠাও ফুড

ফ্রাই বাকেটের ডেপুটি জেনারেল ম্যানেজার রাশেদুল ইসলাম ও হেড অব মার্কেটিং মোহাইমিনুল ইসলাম তমালসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।