মিরপুরে দুই বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৭ মে ২০২৩

রাজধানীর মিরপুরে অনিয়মের অভিযোগে দুই বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। এর আগে সোমবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে মিরপুর কলোনির মাজার রোডের নিউ আল-আমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের সনদ ছাড়া পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য তৈরি ও বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। এছাড়া ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে একই প্রতিষ্ঠানকে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: চার টাকার জন্য ১০ হাজার টাকা জরিমানা

এছাড়া একই এলাকার দেলোয়ার ফুড প্রোডাক্টসকে পাউরুটির অনুকূলে মিথ্যা তথ্য দেওয়া এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় বিএসটিআই আইন অনুসারে ২০ হাজার টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) জেব-উন নেছা ও পরিদর্শক (মেট) মো. আরিফ হোসেন আসিফ।

এনএইচ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।