উত্তরায় মিডল্যান্ড ব্যাংকের উপশাখা উদ্বোধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ এএম, ০১ জুন ২০২৩

রাজধানীর উত্তরায় মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ মে) উত্তরা ৬ নম্বর সেক্টরের ১ নম্বর ওয়ার্ডের ১৩/সি নম্বর সড়কে এ উপশাখার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান।

jagonews24

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, সিনিয়র ম্যানেজমেন্ট টিম, উপশাখার ল্যান্ডলর্ড এ কে এম এনায়েত কবির, শাখাপ্রধান মোহাম্মদ নুরুজ্জামানসহ এলাকার ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রাহক, শুভনুধ্যায়ী ছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশনস বিভাগের প্রধান মো. রাশেদ আকতার, ব্যাংকের এরিয়া হেড এবং উত্তরা শাখার শাখাপ্রধান মো. ইব্রাহিম খলিলসহ ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।