ইএফডি যন্ত্র ব্যবহার

ব্যবসায়ী-এনবিআর কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে জেনেক্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৮ আগস্ট ২০২৩
ফাইল ছবি

সম্প্রতি রাজস্ব ভ্যাট আহরণে স্বচ্ছতা এবং গতি বৃদ্ধির লক্ষ্যে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট আহরণে এনবিআরের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এ ডিভাইস বসাবে জেনেক্স ইনফোসিস লিমিটেড। একই সঙ্গে ইএফডি যন্ত্র ব্যবহারে সংশ্লিষ্টদের প্রশিক্ষণও দেবে জেনেক্স

বেসরকারি ব্যবস্থাপনায় ভ্যাট সংগ্রহে গত বছরের নভেম্বরের জেনেক্সের সঙ্গে চুক্তি করে এনবিআর। তবে চলতি বছরের আগস্টে অনুষ্ঠানিকভাবে ইএফডি কার্যক্রমের উদ্বোধন হয়।

এরই প্রেক্ষিতে সোমবার (২৮ আগস্ট) জেনেক্সের জন্য পরিপালন নীতিমালা জারি করেছে এনবিআর।

এতে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১৩৪ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৪২ এর উদ্দেশ্য পূরণকল্পে এবং বিধি ১১৮(ক) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড, জেনেক্স ইনফোসিসকে ইএফডি এবং সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং আনুষঙ্গিক অন্যান্য বিধান পরিপালনের আদেশ প্রদান করা হয়েছে।

আইনের ধারা ১৩৪ অনুযায়ী ইএফডি/এসডিসি স্থাপন, মনিটরিং ও আনুষাঙ্গিক কার্যাবলি সম্পাদনের নিমিত্তে দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেডকে সংশ্লিষ্ট দরপত্রে উল্লিখিত সব শর্ত যথাযথভাবে পরিপালন করতে হবে। ভ্যাট যন্ত্র স্থাপন, রক্ষণাবেক্ষণ ও ব্যবহার সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিষ্ঠানটি মূসক দপ্তরসমূহ এবং মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করবে।

আরও পড়ুন>> ফাঁকি দেওয়া ভ্যাট শোধ করলো জেনেক্স

ভ্যাট যন্ত্র স্থাপনযোগ্য প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত অংশে বলা হয়েছে, সংশ্লিষ্ট ভ্যাট অফিস জরিপ করে ইএফডি স্থাপনযোগ্য প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত, হালনাগাদ করে বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করবে। বিভাগীয় কর্মকর্তা, সংশ্লিষ্ট ভ্যাট অফিস তালিকা প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কমিশনারেটে প্রেরণ করবে। আর কমিশনার, সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার কার্যালয় হতে তালিকাপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে যাচাই-বাছাই করে তা জেনেক্সকে পাঠাবে।

প্রশিক্ষণের বিষয়ে বলা হয়েছে, জেনেক্স কমিশনারেট থেকে প্রাপ্ত তালিকা মোতাবেক সংশ্লিষ্ট কমিশনারেটের সহযোগিতায় ভ্যাটযন্ত্র স্থাপনের ব্যবস্থা গ্রহণ করবে। দরপত্রের শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি নির্বাচিত ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ও সংশ্লিষ্ট কমিশনারেটের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করবে। ভ্যাটযন্ত্র স্থাপন করে এর তথ্য সংশ্লিষ্ট কমিশনারেটে পাঠাবে জেনেক্স। আর কমিশনার প্রতি মাসের ৫ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডকে পাঠাবে।

মনিটরিংও প্রচার অংশে বলা হয়েছে, জেনেক্স ভ্যাটযন্ত্রের যথাযথভাবে কর চালানপত্র ইস্যুর বিষয়টি মনিটরিংয়ের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সংশ্লিষ্ট কমিশনারেটের কর্মকর্তারা স্থাপিত ইএফডির মাধ্যমে বিক্রয়ের ক্ষেত্রে দৈনিক বিক্রয় তথ্য, মূসক ও সম্পূরক শুল্কের (যদি থাকে) পরিমাণ, ইনভয়েসের সংখ্যা ইত্যাদি ড্যাসবোর্ডে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের পূর্ব অনুমোদিত ভিডিও ক্লিপ, ডকুমেন্ট বা বিজ্ঞাপন কনটেন্ট দ্বারা প্রয়োজনে জনসচেতনতা বৃদ্ধির জন্য জেনেক্স প্রচার-প্রচারণা করতে পারবে।

আরও পড়ুন>> ভ্যাট মেশিন বসানোয় ধীরগতি, এনবিআরের পথেই হাঁটছে জেনেক্স ইনফোসিস

সার্ভিস সেন্টার স্থাপন ও মেশিন মেরামত অংশে বলা হয়, দরপত্র অনুযায়ী জেনেক্স প্রয়োজনীয় সংখ্যক সার্ভিস সেন্টার স্থাপন করবে, যন্ত্র সংক্রান্ত যেকোনো সমস্যার উদ্ভব হলে বা যন্ত্রের কোনো যন্ত্রাংশের মেরামত/পরিবর্তন করার প্রয়োজন হলে জেনেক্স তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের
ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া কোনো ইএফডি যন্ত্র অচল/অকেজো হলে জেনেক্স তা তাৎক্ষণিক (অবহিত হওয়ার সর্বোচ্চ একদিন) প্রতিস্থাপন করবে এবং এ সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট মূসক কর্মকর্তাকে অবহিত করবে। এ লক্ষ্যে জেনেক্সকে পর্যাপ্ত সংখ্যক যন্ত্র মজুক রাখতে হবে। ইএফডি মেশিন অচল/অকেজো থাকা অবস্থায় প্রতিষ্ঠান ম্যানুয়ালি ফরম মূসক ৬.৩ চালান ইস্যু করবে। ইএফডি মেশিন চালু হওয়ার পর উক্ত ইস্যুকৃত চালান ওই মেশিনে এন্ট্রি প্রদান করতে হবে।

দরপত্রের শর্তানুযায়ী জেনেক্স জাতীয় রাজস্ব বোর্ডের জারিকৃত দাখিলপত্র এসডিসি ব্যবহারের মাধ্যমে পেশ করার জন্য ওই সিস্টেমটি ব্যবহার উপযোগী করবে এবং মূসক আইন/বিধি সংক্রান্ত পরিবর্তনের আলোকে তা হালনাগাদ করতে পারবে।

এতে আরও বলা হয়, মূসকযোগ্য প্রতিষ্ঠানকে মেশিন স্থাপন, মেরামত, কারিগরি বা অন্য যেকোনো সংশ্লিষ্ট বিষয়ে জেনেক্সকে সহযোগিতা করতে হবে। কোনো প্রতিষ্ঠান ইএফডি মেশিনে চালান ইস্যু না করলে বা আইন পরিপালন না করলে জেনেক্স তার নিযুক্ত প্রতিনিধি উপযুক্ত প্রমাণসহ অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট কমিশনারের নিকট প্রতিবেদন দাখিল করবে। ওই তথ্যের আলোকে কমিশনার আইন মোতাবেক ব্যবস্থা নেবেন।

এসএম/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।