‘হোটেল ৭১’
রান্নাঘরে তেলাপোকা-অপরিচ্ছন্ন পরিবেশ, তিন লাখ টাকা জরিমানা
রান্নাঘরের স্টোরে তেলাপোকা এবং পরিবশ অপরিচ্ছন্ন থাকায় ‘হোটেল ৭১’ কে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৪ অক্টোবর) রাজধানীর বিজয় নগরে ‘হোটেল ৭১’-এ অভিযান চালানো হয়। এসময় রান্নাঘরের স্টোরে তেলাপোকা, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, প্রতিষ্ঠানটির রান্নাঘরের স্টোরে তেলাপোকা এবং অপরিচ্ছন্ন দেখা গেছে। প্রতিষ্ঠানটির ফ্রিজে প্রচুর লেবেলবিহীন রান্না করা এবং কাচা খাবার মজুত ছিল।
এনএইচ/জেডএইচ/এমএস