মঙ্গলবার পাঁচ কোম্পানির এজিএম


প্রকাশিত: ০৭:২৯ এএম, ২২ ডিসেম্বর ২০১৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কোম্পানি গুলো হলো: তিতাস গ্যাস, অগ্নি সিস্টেমস, আনলিমা ইয়ার্ন, তাল্লু স্পিনিং এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৩ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর অফিসার্স ক্লাবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এজিএম একই সময়ে রাজধানীর গুলশান-১ এ স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অগ্নি সিস্টেমসের এজিএম। সকাল সাড়ে ১০টায় আনলিমা ইয়ার্নের এজিএম সাভারের তাদের ফ্যাক্টরি প্রাঙ্গণে। তাল্লু স্পিনিংয়ের এজিএম বেলা সাড়ে ১১টায়, ময়মনসিংহের কলতাপাড়া বাজার, গৌরিপুর, ফ্যাক্টরি প্রাঙ্গণে এবং মিথুন নিটিংয়ের এজিএম দুপুর সাড়ে ১২টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, কলতাপাড়া বাজার, গৌরিপুর, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলো এজিএম এ সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে।

এর আগে ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তিতাস গ্যাস ৩৮ শতাংশ নগদ, অগ্নি সিস্টেমস ১০ শতাংশ স্টক, আনলিমা ইয়ার্ন ১০ শতাংশ নগদ, তাল্লু স্পিনিং নো ডিভিডেন্ড এবং মিথুন নিটিং ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।