ব্রাজিলে এক্সপো আয়োজনে বিজিএমইএ’র সহযোগিতা কামনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫

‘মেইড ইন বাংলাদেশ এক্সিবিশন-২০২৫’ আয়োজনে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সহযোগিতা চেয়েছে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিআই)। আগামী ১৫-১৮ জুন সাও পাওলোতে এই এক্সপো অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সংস্থাটির অ্যাডমিনিস্ট্রেটর মো. আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিবিসিআই মহাসচিব মো. জয়নাল আবদীন এ সহযোগিতা কামনা করেন।

জয়নাল আবদীন বলেন, আমরা বিজিএমইএ অ্যাডমিনিস্ট্রেটর মো. আনোয়ার হোসেনকে এক্সপোতে অংশগ্রহণের জন্য বিজিএমইএ’র সদস্যের মধ্যে একটি সাধারণ সার্কুলার জারির অনুরোধ করেছি। আমরা রপ্তানি প্রচারণা ব্যুরোর (ইপিবি) কাছ থেকেও সহায়তা প্রদানের জন্য তার সমর্থন কামনা করেছি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বিজিএমইএ অ্যাডমিনিস্ট্রেটর বিজিএমইএ এবং ইপিবি’র পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছেন।

জয়নাল আবদীন এক্সপোটিকে সংস্কৃতি ও বাণিজ্যের মধ্যে একটি সেতু হিসেবে বর্ণনা করে বলেন, ২০২২ সালে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২.৫৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বৃদ্ধির অপরিসীম সম্ভাবনা রয়েছে।

এ সময় বিবিসিআই পরিচালক ইমরান চৌধুরী বলেন, এক্সপোর উদ্দেশ্য হলো বাংলাদেশের পাটজাত পণ্যগুলোকে ব্রাজিলের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং ব্রাজিলের শিল্প সরঞ্জাম দিয়ে বাংলাদেশের শিল্পায়নকে সমর্থন করা।

তিনি বলেন, এতে বি-টু-বি ম্যাচমেকিং, নীতি আলোচনা এবং সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যা ব্যবসার বাইরেও বৃহত্তর পারস্পরিক বোঝাপড়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য অংশীদারত্বকে উৎসাহিত করবে।

এসআরএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।