আলিমের স্থগিত চার দিনের পরীক্ষার নতুন সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৩ জুলাই ২০২৫

ঢাকায় বিমান বিধ্বস্ত, ফেনীতে বন্যা পরিস্থিতি এবং গোপালগঞ্জে সংঘর্ষের পর কারফিউ জারির কারণে মাদরাসা বোর্ডের অধীনে চলমান আলিমের চারদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেসব পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।

বিজ্ঞাপন

পরিবর্তিত সূচি অনুযায়ী- আলিমের গত ১০ জুলাইয়ে সারাদেশে স্থগিত হওয়া ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আর ১৭ জুলাই (মাদরাসা শিক্ষা বোর্ডের নোটিশে ভুল করে ১৫ জুলাই লেখা) শুধুমাত্র গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া আরবি দ্বিতীয়পত্র পরীক্ষাটি ১৩ আগস্ট বুধবার নেওয়া হবে।

আলিমের স্থগিত চার দিনের পরীক্ষার নতুন সূচি প্রকাশ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাই স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ ও ১৯ আগস্ট। ১৭ আগস্ট নেওয়া হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা। আর ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থ বিজ্ঞান প্রথমপত্র (তত্ত্বীয়), ও তাজবীদ প্রথমপত্র (মুজাব্বিদ মাহির বিভাগ)।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এছাড়া পরিবর্তিত সময়সূচি অনুযায়ী- আলিমের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট। এ পরীক্ষা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

এএএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।