চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ
চট্টগ্রাম শিক্ষা বোর্ড - ফাইল ছবি
উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন। এ বছর চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
আরও পড়ুন
এবার শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ১০৪৩টি
প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। নির্ধারিত সময়ের কিছুদিন পর কয়েকটি স্থগিত পরীক্ষা সম্পন্ন হয়।
এমডিআইএইচ/এমএএইচ/এএসএম