দিনাজপুরে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.৯৮ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন।
গত বছর পাসের হার ছিল ৮৯.৫৯ শতাংশ, জিপিএ-৫ পায় ৮ হাজার ৮৯৯ জন ও শতভাগ পাসের স্কুলের সংখ্যা ছিল ২৬৯টি।
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পাসের হারের দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৮২ দশমিক ৩০ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৮৫ দশমিক ৭৬ শতাংশ। তবে জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে রয়েছে ছাত্ররা।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার মোট ২ হাজার ৬০৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৬৩ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৭ হাজার ৩৬২ জন।
এদিকে এবছর এ বোর্ডের অধীনে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। শিক্ষা প্রতিষ্ঠানটি হলো, পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দন বাড়ি আদর্শ বালিকা বিদ্যালয়।
এমদাদুল হক মিলন/এফএ/পিআর