বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের রায় বহাল


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৭ মে ২০১৫

বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্বেও বঞ্চিতদের নিয়োগ দিতে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এ বিষয়ে আনা আপিল আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন। ফলে হাইকোর্টে রিট করা ১০ প্রার্থীকে নিয়োগ দিতে হবে বলে জানিয়ে সংশ্লিষ্ট আইনজীবী।

নিয়োগ বঞ্চিত প্যানেলভুক্ত ১০ জনের পক্ষে ছিলেন আদালতে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আমাতুল করীম।

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ২০১০ সালের ১১ এপ্রিল পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ শেষে ২০১২ সালের ৯ এপ্রিল উত্তীর্ণ ৪২ হাজার ৬১১ জনের তালিকা প্রকাশ করা হয়। তবে এর কয়েকদিন আগে ২০১২ সালের ২১ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এক পরিপত্রে উপজেলাভিত্তিক নয়, ইউনিয়নভিত্তিক নিয়োগের কথা জানানো হয়। এরপর বিভিন্ন সময়ে প্রায় ১৪ হাজার জনকে নিয়োগ দেয়া হয়। কিন্তু যারা নিয়োগ বঞ্চিত হয়েছেন তাদের মধ্যে নওগাঁ জেলার শফিকুল ইসলাম, হাফিজ আল আসাদসহ দশজন ইউনিয়নভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে এবং তাদের নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।

এ আবেদনের শুনানি শেষে ২০১৪ সালের ১৮ জুন তাদের নিয়োগ দিতে নিদেশ দিয়ে ইউনিয়ন ভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে আপিল করা হয়।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।