জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ইমামতি করবেন যারা
চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উযযাপিত হতে পারে ১৮ জুলাই শনিবার। আর জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আট টায়। প্রথম জামাতে ইমামতি করবেন চট্রগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব অধ্যাপক জামাল উদ্দিন আল কাদেরী।
বিকল্প হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিযানুর রহমান। ক্বারী নিয়োগ দেয়া হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ক্বারী মাওলানা হাবিবুর রহমানকে।
বিকল্প হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাংলদেশ বেতারের সিনিয়র ক্বারী মো: এমদাদুল ইসলামকে। উপস্থাপক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা এ টি এম ইনামুল হককে।
বিকল্প উপস্থাপক হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম সালাউদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে। মনোনিত ইমাম ক্বারী ও উপস্থাপকদের সকাল সাতটার মধ্যে ঈদগাহ মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। সকালে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরএম/এসএইচএস/আরআই