স্নাতক ও প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রম স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৭ জুন ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সোমবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করোনা পরিস্থিতি বিবেচনায় ৮ জুন থেকে স্নাতক ও ২৩ জুন থেকে প্রফেশনাল শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।