হল খোলা রেখে অনলাইনে চলবে বিডিইউর ক্লাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ২২ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) সশরীরে শিক্ষা কার্যক্রম ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় একাডেমিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা রাখা এবং হলের শিক্ষার্থীদের ইন্টারনেট সেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সুস্পষ্ট কোনো নির্দেশনা প্রজ্ঞাপনে ছিল না।

এমএইচএম/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।