২০২৪ সালের পাঠ্যবইয়ের চাহিদা তৈরিতে তথ্য চাইলো ডিপিই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

২০২৪ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা তৈরিতে সরকারি-বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। এই তথ্য জমা দিতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

আরও পড়ুন: পাঠ্যবইয়ের ভুল সংশোধন: বিশেষজ্ঞ-তদন্ত কমিটিতে থাকছেন যারা

এতে বলা হয়েছে, ২০২৪ সালের পাঠ্যপুস্তকের সংখ্যা নির্ধারণ করতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এজন্য উন্মুক্ত করা হয়েছে ডাটা এন্ট্রির কাজ। পাঠ্যপুস্তকের চাহিদা তৈরিতে সবপর্যায়ের বিদ্যালয় থেকে তথ্য আপডেটের বিষয়টি নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন: অসুস্থ শিক্ষক-শিক্ষার্থীদের অনুদান দেবে শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিদ্যালয় থেকে অনলাইনে ডাটা আপডেটের বিষয়টি নিশ্চিত করতে দেশের সব উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এমএইচএম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।