শিক্ষা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করতে চায় ইউএনওপিএস

বাংলাদেশের শিক্ষা অবকাঠামো উন্নয়নের সহযোগিতা করতে চায় ইউএনওপিএস। অবকাঠামো উন্নয়ন, ক্রয় ও ব্যবস্থাপনা বিষয়ক জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনওপিএস এর এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সঞ্জয় মাথুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষা উপমন্ত্রী মইবুল হাসান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধি দল এমন আহ্বান জানান।
মঙ্গলবার (১৪ মার্চ) সচিবালয়ে উপ-মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সারাদেশে শিক্ষার্থীদের কাছে মানসম্পন্ন শিক্ষণ পৌঁছে দিতে দূর শিক্ষণ কার্যক্রম আরও কার্যকর করা হবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে, যাতে পাঠদান অধিক কার্যকর হয়।
এসময় ইউএনওপিএস সঞ্জয় মাথুর বলেন, বাংলাদেশর শিক্ষা খাতের অবকাঠামোর গুণগত উন্নয়নে কাজ করতে আগ্রহী।
তিনি বলেন, বাংলাদেশ আইসিটি ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধন করেছে। আইসিটিকে কাজে লাগিয়ে দূর শিক্ষণের মাধ্যমে অধিক সংখক শিক্ষার্থীর কাছে পাঠদান পৌঁছে দেওয়া সম্ভব।
সাক্ষাৎকালে সংস্থাটি দেশের শিক্ষায় অবদান রাখতে আগ্রহ প্রকাশ করে।
এমএইচএম/এমআইএইচএস/এমএস