বাংলাদেশ দলে দুটি পরিবর্তন
ফাইনালে দুটি পরিবর্তন আসতে পারে এটা ছিল জ্বল্পনা। অবশেষে সেই জ্বল্পনাই সত্যি হলো। এশিয়া কাপের ফাইনালে দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে নেয়া হয়েছে অলরাউন্ডার নাসির হোসেনকে। আর স্পিনার আরাফাত সানিকে বসিয়ে নেয়া হয়েছে পেসার আবু হায়দার রনিকে।
এবারের আসরে প্রথমবার বারের মত খেলছেন নাসির হোসেন ও আবু হায়দার রনি। পাকিস্তানের বিপক্ষের ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি মিঠুন, এর আগ একটি ম্যাচ ভালো খেললেও দলের প্রত্যাশা না মেটাতে পারায় তার পরিবর্তন অনেকটা অনুমিতই ছিল।
আর ভারতের বিপক্ষে চার পেসার নিয়ে সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। তাই মুস্তাফিজুর রহমান না থাকায় চতুর্থ পেসার কোটা পূরণ করতেই জায়গা পেয়েছেন বাঁ-হাতি পেসার রনি।
আর ভারতীয় চার বাঁহাতি ব্যাটসম্যানের (যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না ও জাদেজা) কথা মাথায় রেখে বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে দলে ফেরানো হয়েছে।
ভারতীয় দলেও এসেছে তিনটি পরিবর্তন। আরব আমিরাতের বিপক্ষে খেলা হরভজন সিং, পবন নেগি এবং ভুবনেশ্বর কুমার খেলেছিলেন। ফাইনালে তিনজনকেই বসিয়ে রাখা হয়েছে। তাদের পরিবর্তে খেলছেন নিয়মিত একাদশের আশিস নেহরা, রবিন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে ফেরানো হয়েছে একাদশে।
উল্লেখ্য, বৃষ্টির কারনে বাংলাদেশ-ভারত ফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে সাড়ে নয়টায়। খেলা হবে ১৫ ওভারে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাশরাফি বিন মর্তুজা, নাসির হোসেন, আল আমিন, আবু হায়দার, তাসকিন আহমেদ।
ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সুরেষ রায়না, যুবরাজ সিং, হার্দিক পাণ্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, জসপ্রিত বুমরাহ, আশিস নেহরা।
আইএইচএস/এবিএস