পুরোনো ল্যাপটপের বদলে নতুন ল্যাপটপ


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৮ মার্চ ২০১৬

পুরোনো ল্যাপটপের বিনিময়ে যে কোন ব্র্যান্ডের নতুন ল্যাপটপ দেওয়ার ঘোষণা দিয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘স্বাধীন অফার’ নামের এই অফারটি ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে সচল যেকোন পুরাতন ল্যাপটপ জমা দিয়ে স্টকে থাকা নতুন ল্যাপটপ নেওয়া যাবে।

সিস্টেমআই টেকনোলজিসের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে নতুন ল্যাপটপের তালিকা থেকে পছন্দ করতে পারবেন। পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সাথে সমন্বয় করা হবে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে http://systemeye.net/ এই ঠিকানায়।   

এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।