দ্বিতীয় দফায় ইউজিসির চেয়ারম্যান হলেন কাজী শহীদুল্লাহ

অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
বৃহস্পতিবার (২৫ মে) রাতে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী নতুন করে চার বছরের জন্য ড. কাজী শহীদুল্লাহকে এ দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর সচিব ফোন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে চার বছর আগে তাকে ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি গুরুতর রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নেন। অসুস্থতার কারণে প্রথম মেয়াদের অধিকাংশ সময় তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। দ্বিতীয় দফায় আবারও তাকে একই পদে বসালো সরকার।
এমএইচএম/কেএসআর