এআইইউবিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ৩ জুন অনুষ্ঠিত হয়েছে নবাগত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন। বিভিন্ন অনুষদের নতুন শিক্ষার্থীদের নিয়ে ৬টি সেশনে ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন।
তিনি নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এছাড়া তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের ত্যাগের কথা উল্লেখ করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। একই সঙ্গে শিক্ষা জীবনে তাদের সাফল্য কামনা করেন।
এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জেডএইচ/জেআইএম