ন্যাটোর মতো জোট গঠনে সৌদি আরবের প্রস্তাব


প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৬ মার্চ ২০১৬

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে মুসলিম দেশগুলোর সমন্বয়ে পশ্চিমা সামরিক জোট `ন্যাটো`র ন্যায় একটি সামরিক জোট গঠনের প্রস্তাব করেছে সৌদি আরব। পাকিস্তানি সংবাদ মাধ্যম দুনিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই জোট বিশেষ কোনো দেশের বিরুদ্ধে লড়বে না তবে আইএসের মতো হুমকির বিরুদ্ধে লড়বে।

৩৪ মুসলিম দেশের সমন্বয়ে এই সামরিক জোট গঠনের দায়িত্ব পাকিস্তানকে দেয়া হয়েছে। দুই দেশের যৌথ সামরিক মহড়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের তিন দিনের সফরে সৌদি আরবে থাকাকালীন এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ত্রাসী হামলা মোকাবেলায় প্রস্তুতি হিসেবে ওই সামরিক মহড়ায় আরো ২১ দেশের সেনাবাহিনী অংশ নেয়।

শিয়া অধ্যুষিত চিরপ্রতিদ্বন্দ্বী ইরানকে এই জোটে অন্তর্ভূক্ত করা হবে কিনা তা এখনো পরিষ্কার নয়। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের অন্যতম শত্রু ইরানের ওপর থেকে সম্প্রতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

সুন্নি আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েল সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার ঘোষণা দেওয়ার পর  জোট গঠনের এ সিদ্ধান্ত জানালো সৌদি আরব। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ওপর বারবার পারমাণবিক হামলার হুমকি দেয়া তেহরানের প্রভাব মোকাবেলা করতে চায় তেল আবিব।

তবে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করা নিয়ে ইরানের সঙ্গে প্রক্সি যুদ্ধে জড়িয়ে সৌদি আরব মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে অনেকেই সমালোচনা করছেন। হুথি বিদ্রোহীদের দমনে মঙ্গলবারও সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনে ৪১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৬ হাজার ২০০ জনের প্রাণহানি ঘটেছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।