এসএসসি

উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় কালো তালিকায় ৩৯ পরীক্ষক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৩

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলা করায় পরীক্ষকের দায়িত্বে থাকা ৩৯ জন শিক্ষককে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তারা আগামী পাঁচ বছর বোর্ডের অধীনে কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

কালো তালিকাবুক্ত ৩৯ পরীক্ষক উত্তরপত্র মূল্যায়নে অবহেলা করায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় বহু শিক্ষার্থীর ফলাফল ফেল আসে। পরে খাতা পুনঃনিরীক্ষণ করে দেখা যায় তারা পাস করেছেন।

আরও পড়ুন: ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ১০৪ শিক্ষার্থী, জিপিএ-৫ পেল ৩৬২

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কালো তালিকাভুক্ত শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে ঢাকা বোর্ড।

কালো তালিকাভুক্ত শিক্ষকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এএএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।