রংপুরে আ.লীগ বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই
রংপুর বিভাগের তিন জেলার ১৫টি ইউনিয়নে প্রথম ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে এ বিভাগে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রংপুরের ১৫ ইউনিয়নে আ. লীগ সমর্থিত ৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া বিএনপি সমর্থিত ৫ ও অন্যান্য ৪ প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত কোনো ধরনের গোলযোগ ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো খবরে নির্বাচনের বিস্তারিত ফলাফল...
রংপুর :
রংপরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৬ হাজার ৪৫ ভোট। তার নিকটতম জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আব্দুল জলির সরকার পাঁচ হাজার ৫৬২ ভোট পেয়েছেন।
কল্যাণী ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ইউনিয়নে মোট ভোটার ছিল ১৬ হাজার ৮৩৯ জন। উল্লেখ্য, রংপুরের ৮ উপজেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে প্রথম দফায় একটি ইউনিয়ন পীরগাছার কল্যাণীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো।
পঞ্চগড় :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী ও সদস্যদের নাম ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিস। শান্তিপূর্ণ নির্বাচনে উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়নে কুদরত-ই-খুদা মিলন (নৌকা) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মো. নায়বুল ইসলাম (আ. লীগ বিদ্রোহী)।
২নং তিরইহাট ইউনিয়নে মো. রফিকুল ইসলাম (বিএনপি বিদ্রোহী) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাহমিদ মিল্টন (নৌকা), ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়নে কাজী আনিছুর রহমান (নৌকা) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাইদুর রহমান বাবলু (ধানের শীষ), ৪নং শালবাহান ইউনিয়নে ফজলুর রহমান (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মতিয়ার রহমান (ধানের শীষ), ৫নং বুড়াবুড়ি ইউনিয়নে মো. তারেক হোসেন (বিএনপি বিদ্রোহী) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কামরুজ্জামান (আওয়ামী বিদ্রোহী)।
এছাড়া ৬নং ভজনপুর ইউনিয়নে মো. মোকসেদ আলী (ধানের শীষ) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মসলিম উদ্দিন (বিএনপি বিদ্রোহী) এবং ৭নং দেবনগর ইউনিয়নে মহসিন উল হক (ধানের শীষ) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ছলেমান আলী (স্বতন্ত্র)।
দিনাজপুর :
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নে বিএনপি প্রার্থী রেজতাউল জামান ধানের শীষ প্রতীকে ৭ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহাদৎ হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১১৮ ভোট।
খট্টামাধবপুর ইউনিয়নে মকলেসুর রহমান আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল মালেক ধানের শীষ প্রতীকে ৫ হাজার ২০২ ভোট পেয়েছেন।
আলীহাট ইউনিয়নে গোলাম রসুল বাবু আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৫ ভোট।
ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নে বিএনপির মাহফুজার রহমান লাবলু ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৭১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সতের আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৯৯ ভোট।
পালশা ইউনিয়নে কবিরুল ইসলাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৭ হাজার ৪২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহফুজার রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৮২ ভোট।
সিংড়া ইউনিয়নে আব্দুল মান্নান আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সারাওয়ার হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৮৭ ভোট।
ঘোড়াঘাট ইউনিয়নে বিএনপির তহিদুল ইসলাম ধানের শীষে ১ হাজার ৭২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আসাদুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৫৩ ভোট।
এসআইএস/এবিএস