পরীক্ষার্থী বাড়লেও কমেছে জিপিএ ৫


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১১ মে ২০১৬

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরিক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

২০১৫ সালের এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবারের পরীক্ষায় আরো ১ লাখ ৭১ হাজার শিক্ষার্থী বেশি অংশ নিয়েছে।

তবে এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গতবার ১ লাখ ১১ হাজার ৯০১ জন জিপিএ ৫ পেলেও এবার এই সংখ্যা কমে ১ লাখ ৯ হাজার ৭৬১ তে দাঁড়িয়েছে।

এর আগে বুধবার সকালে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন।

৮টি সাধারণ বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। গতবারের তুলনায় এবার পাশের হার বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ২৫ ভাগ।

পাসের হার বৃদ্ধির পেছনে শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত নানা পদক্ষেপ, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবগণের অক্লান্ত প্রচেষ্টাসহ সমগ্র শিক্ষা পরিবারের সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী।

এআর/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।