ছবিতে ঢাবির পরীক্ষার দেড় ঘণ্টা

আজ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। ২ হাজার ৯৩৪টি আসনে ভর্তির এ লড়াই শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। হাজারও অভিভাবক দিনরাত পরিশ্রম করেন সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে। পরীক্ষাকালীন দেড় ঘণ্টা তাদের কেটেছে উদ্বেগে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বজনদের অপেক্ষা দেখে নিন ১২টি আলোকচিত্রে। ছবিগুলো তুলেছেন অধরা মাধুরী।
আজ (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলাকালে কলাভবনের আশপাশে অভিভাবক ও পরিবারের উদ্বিগ্ন অপেক্ষা।
মল চত্বর রোডের পাশের মাঠে এভাবেই অপেক্ষা করতে দেখা গেছে ভর্তিচ্ছু স্বজনদের। শীতের নরম রোদে ছোট ছোট দলে বসেছিলেন তারা। কোনো দলের অপেক্ষা পরিণত হয়েছিল আড্ডায়।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন রাস্তায় বসেছিল কয়েকটি সংগঠনের সহায়তা কেন্দ্র। এমন আরও সহায়তা কেন্দ্র ছিল এলাকাজুড়ে। একা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ব্যবহার্য জিনিসপত্র রাখার ব্যবস্থাও করেছিল কয়েকটি সংগঠন।
ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাতে স্টল ছিল বিভিন্ন জেলা-সমিতিগুলোর। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পানি এবং বসার জায়গার ব্যবস্থা ছিল স্টলগুলোয়।
অপেক্ষাকালে অঁদ্রে মালরো চত্বরের সাজানো স্থাপনায় অভিভাবকরা দেখে নিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অবদানসমূহ।
এত অতিথি পেয়ে আজ ভীষণ খুশি ছিলেন ঝালমুড়ি, পাপড়, চা ও বাদাম বিক্রেতারা।
দুশ্চিন্তায় ক্লান্তি গ্রাস করে এক অভিভাবকে।
পরীক্ষা কেন্দ্রের বাইরে উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা।
গাউসুল আজম সুপার মার্কেটের সামনে অপেক্ষারত অভিভাবকদের কাছে লিফলেট বিলি করছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কোচিংয়ের প্রতিনিধিরা।
ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় উপস্থিত মানুষ যেন দেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেছিলেন।
অপেক্ষায় অনেকেরই সঙ্গী হয়েছিল প্রিয় স্মার্টফোন।
অঁদ্রে মালরো চত্বরে ‘বাঙালির আত্মপরিচয়ের সংগ্রাম এবং অসাম্প্রদায়িকতা’য় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান পাঠ করছে এক খুদে পথচারী।
- আরও পড়ুন:
ঢাবি বিজ্ঞান ইউনিটের পরীক্ষার তারিখ পরিবর্তন
কত টাকা লাগবে মেডিকেলে পড়তে
পরীক্ষার আগের রাতের চেকলিস্ট
এএমপি/আরএমডি/জেআইএম