শাহাদাত শাহরিয়ারের ‘বাঘের গায়ে হরিণ ট্যাটু’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ছড়াকার শাহাদাত শাহরিয়ারের শিশুতোষ ছড়াগ্রন্থ ‘বাঘের গায়ে হরিণ ট্যাটু’। বইটি প্রকাশ করেছে ছোটদের সময় প্রকাশনী। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নাজমুল মাসুম। এটি শাহাদাত শাহরিয়ারের প্রথম ছড়াগ্রন্থ।
ছড়াগ্রন্থ সম্পর্কে শাহাদাত শাহরিয়ার বলেন, ‘লিখছি সেই কিশোরবেলা থেকেই। অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায়। তখন থেকে ছড়া লেখা শুরু। এখনো চলছে পুরোদমে। জানি না আমার লেখা ছড়াগুলো কতটুকু ছড়া হয়ে উঠেছে! তা আমার পাঠকরাই বলতে পারেন।’
- আরও পড়ুন
- পাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’
- বইমেলায় শফিক হাসানের ভ্রমণগ্রন্থ ‘দেখি বাংলার মুখ’
শাহাদাত বলেন, ‘আমি শুধু লিখে চলেছি আপন গতিতে। ছোটদের জন্য লিখতে খুব ভালো লাগে। ছোটদের কথা ভাবতে খুব খুব ভালো লাগে। অনেক আগেই পাণ্ডুলিপি তৈরি ছিল এবং সেটাকেই বাস্তবে রূপদান করলাম এবারের বইমেলায়।’
তিনি বলেন, ‘প্রথম ছড়াগ্রন্থ হিসেবে পাঠকদের ভালোই সাড়া পাচ্ছি। আশা করছি বইমেলার বাকি দিনগুলোয় আরও পাঠকের হাতে পৌঁছে দিতে পারবো আমার ছড়াগ্রন্থ। যা পাঠে পাঠক হৃদয় ছড়ার স্বাদ পাবে পুরোপুরি।’
ছড়াগ্রন্থটি সময় প্রকাশনীর স্টলে (শিশুকর্নার, স্টল নং ৮৮৯) পাওয়া যাচ্ছে মেলার ১০তম দিন থেকে। এ ছাড়াও বইটি রকমারি ও অনলাইন বুকশপগুলোতে পাওয়া যাচ্ছে।
এসইউ/এএসএম