পাওয়া যাচ্ছে রাশেদুলের ‘তুমি এলে হারিয়ে যাওয়ার দিনে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২২ নভেম্বর ২০২৫

প্রকাশিত হয়েছে তরুণ লেখক রাশেদুল ইসলামের দ্বিতীয় উপন্যাস ‘তুমি এলে হারিয়ে যাওয়ার দিনে’। বইটি প্রকাশ করেছে বইমই প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন ফারিহা তাবাসসুম। বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।

বইটি সম্পর্কে লেখক জানান, ‘তুমি এলে হারিয়ে যাওয়ার দিনে’ আমাদের সমাজের এক স্বপ্নবান বাবার গল্প। জীর্ণশীর্ণ কুটিরের গল্প। যারা স্বপ্ন দেখতো। নিজের মধ্যে স্বপ্ন বুনতে শুরু করেছে। অথচ আমাদের শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে সমাজের নোংরা রাজনীতি এবং বিভিন্ন ট্যাগের মাধ্যমে রাষ্ট্রীয় দমন-পীড়নের যে নিকৃষ্টতম পদ্ধতি ব্যবহার করা হতো, এতে বহু প্রাণের অকাল মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন
পাওয়া যাচ্ছে গাজী মুনছুর আজিজের ‘নান্দনিক নেপাল’
প্রকাশিত হলো রাইসুল ইসলামের ‘মানুষ হইতে সাবধান’

লেখক বলেন, ‘পুঁজিবাদী সমাজব্যবস্থার বশীভূত হয়ে সমাজের নির্মিত বৃদ্ধাশ্রম থেকে শুরু করে পশ্চিমা কালচারে অভ্যস্ত নারীবাদীদের মাধ্যমে নারী অধিকার লঙ্ঘনের যে হিড়িক দেখা যায়, তা অকল্পনীয়। বিশেষত বিধবা এবং ডিভোর্সি নারীদের আর্তচিৎকার এই সমাজের সুশীলরা যেন শুনতেই পান না। অথচ এসব প্রশ্নে ইসলাম ভিন্ন কিছু শেখায়। মূলত এসবের সংমিশ্রণেই মলাটবদ্ধ হয়েছে একটি গল্প। একটি আত্মকথা।’

রাশেদুল ইসলামের জন্ম ও বেড়ে ওঠা নোয়াখালীর রহমতপুর গ্রামে। লেখকের প্রথম উপন্যাস ‘কলিজার আধখান’ বেশ ভালো সাড়া ফেলেছে পাঠকমহলে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।