বইমেলায় শেলী সেনগুপ্তার ৪ বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১১ এপ্রিল ২০২১

কবি ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্তার চারটি বই প্রকাশ হয়েছে এবারের বইমেলায়। চারটি বইয়ের বিষয় চার রকম। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মেডিটেশন বিষয়ে বইগুলো লেখা হয়েছে।

‘মুজিবের বজ্রকণ্ঠ’ বইটি প্রকাশ করেছে য়ারোয়া প্রকাশনী। মূল্য ৪০০ টাকা। প্রচ্ছদ করেছেন শাহীনূর আলম শাহীন। ‘দেড়দিনের ঘুম’ বইটি প্রকাশ করেছে নন্দিতা প্রকাশনী। মূল্য ২০০ টাকা। প্রচ্ছদ করেছেন অনুপ কর।

বিজ্ঞাপন

‘সফল জীবন সুখী মন এই নিয়ে মেডিটেশন’ বইটি প্রকাশ করেছে সাহিত্য কথা। মূল্য ২৫০ টাকা। প্রচ্ছদ করেছেন সৌরভ মাহমুদ। ‘খেলতে খেলতে যুদ্ধে জয়’ বইটি প্রকাশ করেছে গ্রন্থকুটির। মূল্য ২২৫ টাকা। প্রচ্ছদ করেছেন শাহীনূর আলম শাহীন।

বইগুলো সম্পর্কে শেলী সেনগুপ্তা বলেন, ‘বাঙালির মনের কুঠুরিতে বিরাজ করছে দু’টি শব্দ, মুজিব এবং বাংলাদেশ। পাশাপাশি বইগুলোতে পাঠকের মনের কথা একে একে সন্নিবেশিত হয়েছে। তবে শিশুরাও ধারণ করে স্বাধীনতার সুললিত সুখময়তা।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তিনি বলেন, ‘সেকাল-একালের শিশুরা যুথবন্দি হয়ে এগিয়ে যাচ্ছে দেশমাতৃকার প্রতি সানন্দ বন্দনায়। এছাড়া প্রতিটি মানুষের জীবনের মূল লক্ষ্য হচ্ছে ভালো থাকা। এসব নিয়েই বইগুলো।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।