মেলায় এসেছে মো. মিজাহারুল ইসলামের ৩ বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৭ মার্চ ২০২২

এবারের বই মেলায় এসেছে তরুণ প্রজন্মের সৃজনশীল কবি, লেখক ও সরকারি কর্মকর্তা মো. মিজাহারুল ইসলামের ৩টি বই। বইগুলো দেশের প্রতিশ্রুতিশীল প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। প্রকাশনা সংস্থা চৈতন্য থেকে বেরিয়েছে কাব্যগ্রন্থ সোনালি ডানার পাখি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে শতকবিতা যৌথ কাব্যগ্রন্থটি লেখক ভট্টাচার্যের সম্পাদনায় কবিতা প্রকাশন থেকে বেরিয়েছে।

এছাড়াও প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশন থেকে এসেছে প্রথম উপন্যাস ‘নক্ষত্র নগর’।

বইগুলো নিয়ে কবি ও লেখক মো. মিজাহারুল ইসলাম বলেন, ‘নিজের ভালো লাগার পাশাপাশি দেশ ও সমাজের জন্যও কিছু লেখার চেষ্টা করছি এবং এই চর্চা অব্যাহত থাকবে। একাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এ জাতি মুক্তিযুদ্ধ করেছিল বলে আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারছি। আমার যৌথ কাব্যগ্রন্থে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা আছে।

সমাজের সকল মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-কান্না, আশা হতাশা বঞ্চনা, প্রেম- বিরহ, মিলন, পাওয়া না- পাওয়ার কথা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি পাঠকের ভালো লাগবে।’

কবি বলেন, পাঠকের ভালো লাগলে স্বার্থক হবে তার প্রচেষ্টা।

উল্লেখ্য, মো. মিজাহারুল ইসলাম ১৯৮৬ সালের পহেলা মার্চ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাজেদা আক্তার ও মরহুম সোনা মিয়ার কনিষ্ঠ সন্তান। নিজ গ্রামের কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবনের হাতেখড়ি। বিজ্ঞান বিভাগের ছাত্র মো. মিজাহারুল ইসলাম ২০০১ সালে কেন্দুয়া জয়হরী স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৩ সালে কেন্দুয়া সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

তিনি ২০০৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে মাস্টার্স ইন গর্ভনেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ২০১২ সালে ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি সাব রেজিস্ট্রার পদে কর্মরত।

তার স্ত্রী উম্মে সালিক রুমাইয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকায় কর্মরত। মো. মিজাহারুল ইসলাম ও উম্মে সালিক রুমাইয়া দম্পতির দুই সন্তান মাহজাবিন সায়র মৃন্ময়ী ও মাধূর্য সায়র উচ্ছ্বাস। তিনি জানান, এই পর্যন্ত প্রকাশ হয়েছে তার তিনটি মৌলিক কাব্যগ্রন্থ মৃন্ময়ী, অবাক জোছনা ও সোনালি ডানার পাখি।

এছাড়া আমি কবি নই শব্দ শ্রমিক, নৈঃশব্দের কাব্য, নীল জোছনা ও শত কবিতা নামের ৪টি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।