বইমেলায় মাহবুব হাসানের ‘কবিতার পরাগায়ন’
মাহবুব হাসানের কবিতা বিষয়ক গদ্য ‘কবিতার পরাগায়ন’ বই আকারে বেরিয়েছে গত সপ্তাহে। প্রকাশ করেছে নবযুগ প্রকাশনী। ডবল ক্রাউন আকারের বইটি তাঁর অভিজ্ঞান ও নতুন চিন্তার ফসল।
বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইমেলায় নবযুগের স্টলে খুঁজলেই পেয়ে যাবেন তার আরও তিনটি বই। সেগুলো হলো ‘কবিতায় পরম্পরা’, ‘শামসুর রাহমান: উত্তর ঔপনিবেশিক কবি’ এবং ‘কবিতার শিল্প উপাদান’।
তিনটি বই-ই কবিতার পাঠক ও সাহিত্যের শিক্ষার্থীদের উপকারে আসবে। বইগুলো পাঠে আপনারা তার চিন্তা-ভাবনা শেয়ার করতে পারবেন।
এসইউ/এএসএম