বইমেলায় তাজবীর সজীবের নতুন ২ বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১০ মার্চ ২০২২

অমর একুশে বইমেলায় তাজবীর সজীবের দুটি নতুন বই প্রকাশিত হয়েছে। একটি সম্পাদনা গ্রন্থ ‘গণমাধ্যমের ডিজিটাল সমীকরণ’। বইটি প্রকাশ করেছে শিখা প্রকাশনী। প্রকাশনীর ৪০৫-৪০৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

সম্পাদক তাজবীর সজীব বইটি সম্পর্কে বলেন, ‘গণমাধ্যম নিয়ে যারা ভাবেন, বইটি পড়ার পর তাদের জন্য নতুন অথবা পুরোনো ভাবনার খোরাক মিটিয়ে নতুন ভাবনার দ্বার উন্মোচিত হবে।’

তার উপন্যাস ‘ময়ূখ’ প্রকাশিত হয়েছে তাম্রলিপি প্রকাশনী থেকে। বইটি প্রকাশনীর ২১ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

উপন্যাস সম্পর্কে তাজবীর সজীব বলেন, ‘জীবনের নির্যাস রয়েছে বইটির ভাঁজে ভাঁজে। এ নির্যাস আপনাকে কখনো হাসাবে, কাঁদাবে, উদ্বেলিত করবে। তাই ময়ূখের ভুবনে প্রবেশ করুন আর নিজেকে ভিজিয়ে আনুন ময়ূখের নির্যাসে।’

তাজবীর সজীব সপ্তম শ্রেণিতে পড়ার সময়ই সাংবাদিকতায় হাতেখড়ি নেন। দশম শ্রেণিতে পড়া অবস্থায় শিশু সাংবাদিকতায় পুরস্কৃত হন। বর্তমানে দৈনিক অধিকার এবং অধিকার ডট নিউজের সিইও ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে চারটি বিষয়ে পোস্টগ্রাজুয়েশন করেন। এ ছাড়া ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবেও পরিচিত তিনি।

এ পর্যন্ত তার ৯টি বই প্রকাশ হয়েছে। বিভিন্ন সময়ে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করেছেন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।