শফিক নহোরের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘বিষফুল’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও গল্পকার শফিক নহোরের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘বিষফুল’। বইটি প্রকাশ করেছে উৎসব প্রকাশন।
শফিক নহোর দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় পত্রিকায় ও ওয়েবম্যাগগুলোয় লেখালেখি করছেন। তার প্রকাশিত মোট ১৪টি গল্প নিয়ে বইমেলায় প্রকাশ হয়েছে গল্পগ্রন্থ ‘বিষফুল’।
বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী শ্যামল বসাক। ভূমিকা লিখেছন কবি ও গল্পকার আলাউল হোসেন।
শফিক নহোর একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের আইটি শাখায় কর্মরত। গল্প-কবিতার পাশাপাশি টিভি নাটক ও গান লিখছেন তিনি। প্রকাশের অপেক্ষায় আছে তার উপন্যাস ‘অপ্রকাশিত প্রণয়’।
এসইউ/এমএস