বইমেলায় আসছে মুস্তাফিজুর রহমান নাহিদের ‘যখন মানুষ ছিলাম’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩

বইমেলায় আসছে কথা সাহিত্যিক মুস্তাফিজুর রহমান নাহিদের কাব্যগ্রন্থ ‘যখন মানুষ ছিলাম’। সেই সঙ্গে তার একটি গল্পগ্রন্থও প্রকাশ পাবে এবারের বইমেলায়।

‘যখন মানুষ ছিলাম’ কাব্যগ্রন্থটি প্রকাশ করছে জয় প্রকাশনী। মেলার দ্বিতীয় সপ্তাহে গ্রন্থটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন প্রকাশক। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। মেলায় জয় প্রকাশনী, যমুনার ঢেউ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে (৭৩২) পাওয়া যাবে ‘যখন মানুষ ছিলাম’।

বিজ্ঞাপন

মুস্তাফিজুর রহমান নাহিদের লেখালেখির শুরু কবিতা দিয়ে। কবিতায় শুরু হলেও পরে উপন্যাসের দিকে ঝুঁকে পড়েন। বিরতিহীনভাবে লিখে চলেছেন উপন্যাস, ছোটগল্প ও শিশু সাহিত্য।

নাহিদ বলেন, সাহিত্যের একটি অন্যতম শাখা কবিতা। আমার মনে হয় প্রতিটি মানুষেরই কবিতা পড়া উচিত। কিন্তু সত্যিটা হচ্ছে কবিতার পাঠক কম। যারা কবিতা বোঝেন তারাই এর পাঠক। এছাড়া বেশিরভাগ কবিই কঠিন কঠিন শব্দে লিখতে ভালোবাসেন। এতে অনকেই কবিতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। আমি নিজেও সহজ ভাষার কবিতা পছন্দ করি। লেখাতেও সে চেষ্টা করেছি। তাছাড়া আমার প্রতিটি কবিতার মধ্য একটি করে গল্প রয়েছে। তাই যারা গল্প পড়তে ভালোবাসেন তারাও এসব কবিতা পছন্দ করবেন বলে মনে করি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এর আগে মুস্তাফিজুর রহমান নাহিদের ‘পঞ্চনরক’, ‘মানুষ মাশরাফি’, ‘সাধের জনম’, ‘সুখমহল, দাহকাল’, ‘ভূতের অঙ্ক পরীক্ষা’, ‘ভূত ধরার কৌশল’, ‘মাশরাফির দেশে ক্রিকেটার ভূত’ বইগুলো পাঠক প্রিয়তা পেয়েছে।

এইচএস/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।